মেয়ে : হ্যালো
ছেলে : হ্যালো কে বলছেন
মেয়ে : চিনতে পারছ না আমি তোমার পাগলি বলছি
ছেলে : মাফ করবেন, আমার কোন পাগলি নেই
মেয়ে : এই যার সাথে একদিন কথা না বলে তুমি থাকতে পারতে না তাকে ভুলে গেলে
ছেলে : ঠিক মনে পড়ছে না ! এমন কেউ ছিলেন আমার.....
মেয়ে : এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে | আমি তোমায় সেই পাগলি...যায় গুড মর্নিং মেসেজ না পেলে তোমার দিন ভালো কাটত না, যার মুখে গুড নাইট শব্দটা না শুনলে তোমার ঘুম পেত না..
ছেলে : আপনার কোথাও ভুল হয়েছে | আমি ফোন রাখছি |
মেয়ে : উফঃ হাতটা কেটে গেল |
ছেলে : এই কি করে কাটলো ? রক্ত বেরোচ্ছে না
তো ? তুমি এত উদাসীন কেন বলতো ? একটা কাজও তুমি ঠিকমত করতে পারো না |
মেয়ে : কই কোথাও কাটেনি তো আমার | 😁😁😁 আমি তো মজা করছিলাম. এবার চিনেছো তো আমায়় ? বলো কেমন আছো ?
ছেলে : যেমন রেখে গিয়েছিলে ঠিক তেমনি আছি....একটুও বদলাইনি |
মেয়ে : মানে তুমি এখনও আগের মতই আছো ?
ছেলে : জানি না.... আর বলতেও চাই না ?
মেয়ে : এখনো ভালবাসো আমাকে ?
ছেলে : না বাসিনা....একটুও না
মেয়ে : তাহলে কেন আজও এত কেয়ার করো আমায় ?
ছেলে : কই না তো ! ....আমি কেয়ার করতে যাব কেন ?
মেয়ে : সেটা তো ভালভাবেই বুঝতে পারছি...আমার সামান্য কিছু হলেই তুমি অস্থির হয়ে যাও |
ছেলে : না, তেমন কিছুই না...
মেয়ে : আমার ওপর তোমার অনেক অভিমান তাইনা ?
ছেলে : আমি কেন শুধু শুধু তোমার উপর অভিমান করতে যাব ? কে হও তুমি আমার ?
মেয়ে : ও আচ্ছা.... তো বলো তোমার গার্লফ্রেন্ড কেমন আছে ?
ছেলে : আমার কোন গার্লফ্রেন্ড নেই ?
মেয়ে : ওহ্; আমার সোনাটার এখনও কোনো গার্লফ্রেন্ড হয়নি বুঝি ?
ছেলে : তুমি আমাকে একদম সোনা বলবে না |
মেয়ে : বলবো | হাজার বার বলবো.. সোনা, সোনা, সোনা,..
ছেলে : বললাম না, আমাকে এসব বলবে না...যাও গিয়ে নিজের বয়ফ্রেন্ডকে বলো |
মেয়ে : এই বেশি কথা বলবা না তো । তুমি ছাড়া আমার কেউ ছিল না আর কেউ থাকবেও না ।
ছেলে : তাহলে কেন আমাকে ছেড়ে গিয়েছিলে?
মেয়ে : আমি সত্যি তোমাকে ছাড়তে চাইনি.. কিন্তু কি করব বলো বাবা-মা যে বল বাবা-মা শর্ত দিয়েছিল, হয় তোমাকে ছাড়তে হবে না হয় তাদেরকে । তখন আমাদের দুজনের বিয়ের বয়স হয়নি । না তুমি তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারতে, না আমি পারতাম..। "তোমার জন্য লুকিয়ে লুকিয়ে প্রতিটা রাত কাঁদতাম"..সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতাম বাকি জীবন যেন আমি তোমার সাথে কাটাতে পারি । আজও সেই আগের মতই ভালবাসি তোমাকে... একটুও কমেনি আমার ভালোবাসাা ।
ছেলে : তা তো বুঝতেই পারছি, তো এসবকিছু আমাকে কেন জানাও নি ।
মেয়ে : আমাকে আবার নতুন করে আপন করে নেবে কি তুমি ?
ছেলে : না,মোটেও না ।
মেয়ে : কিন্তু আমি যে তোমার জন্য অপেক্ষায় ছিলাম এতদিন
ছেলে : তো আমি এখন কি করতে পারি..?
মেয়ে : সত্যি বলছি তোমাকে না পেলে হয়তো আমি বাঁচতে পারব না
ছেলে : তোমার কি মনে হয় আমি বেঁচে থাকতে পারবো?
মেয়ে : তাহলে কেন নিচ্ছ না.. আমাকে আবার আপন করে?
ছেলে : তোমাকে কখনো পর করতে পেরেছি বুঝি ?আপন ছিলে, আপন আছো, আর আপনই থাকবে
মেয়ে : তো এতক্ষণ থেকে নাটক করছিলে বুঝি?
ছেলে : এই না, না...
মেয়ে : তোমাকে অনেক ভালবাসি সোনা ।
ছেলে : আর কোনো দিন ছেড়ে যাবে না তো । জানো তোমাকে ছেড়ে থাকতে আমার কত কষ্ট হয়েছে ? তোমাকে ভেবে কাটিয়েছে কত নির্ঘুম রাত ।
মেয়ে : এই পাগল তোমাকে ছেড়ে আর কোনদিনও কোথাও যাবো না ! প্রমিস করলাম ।
ছেলে : সারাটি জীবন এভাবেই ভালোবেসো সোনা.. আর কোনদিন আমার কাঁদিও না ।
মেয়ে : আর কোনদিনও কাঁদাবো না তোমাকে । আই লাভ ইউ সোনা, আই রিয়েলি লাভ ইউ..
ছেলে : ইউ আই লাভ ইউ সো মাচ..
0 মন্তব্যসমূহ