চিন্তাতে ভরা জীবন আর এ জীবনে আর সবার চিন্তা কেউ পালিয়ে বেড়াচ্ছে সমস্যা দেখে আর কেউ সাহসিকতার সাথে সেটার মোকাবেলা করে খুঁজে বার করছে কোন সমাধান আমরা সবাই জানি এই পৃথিবীতে এমন একটি লোকও নেই যার জীবনে কোন সমস্যা আসে নি অর্থাৎ আমরা বলতে পারি সমস্যা চিন্তা এটা জীবনের একটি অংশ আর এটাও সত্য এগুলো ছাড়া সফলতার গল্প অপূর্ণ আমরা সবাই সফলতার গল্প শুনি ও সোনাই কিন্তু তার পরেও কেন জানি না বারবার আমরা এটা ভুলে যাই যে প্রতিটি সফল লোকের জীবনে সমস্যা অনেকবার এসেছে মনে রাখবেন কঠিন পরিস্থিতি ও সমস্যা যখন এ জীবনে আসবে এরা নিজের স্বার্থে অনেক অপরচুনিটি নিয়ে আসে আর এই অপরচুনিটির মধ্যেই লুকিয়ে থাকে সফলতার চাবি আজ এই পৃথিবীতে যত রকমের সুবিধা আছে
সেগুলো মানুষের কোন না কোন সমস্যার সমাধান একটা সময় ছিল যখন অন্ধকার সমস্যা ছিল তাই এডিসন বাল্ব এর আবিষ্কার করে একটি সময় ছিল যখন দূরে থাকা কোন ব্যক্তির সাথে কথা বলার সমস্যা ছিল আর গ্রাহাম বেল টেলিফোনের আবিষ্কার করে দেয় একটি সময় ছিল যখন ওরা সমস্যা ছিল তাই রাইট ব্রাদার্স এরোপ্লেন আবিষ্কার করে দেয় গাড়ি থেকে শুরু করে রকেট পর্যন্ত সব কিছু সমস্যার একটি সমাধান এর রেজাল্ট সমস্যা জীবনের একটি অংশ আপনার ভবিষ্যৎ কেবল এই কথাটির উপর নির্ভর করে যে কঠিন সময়ে আপনার মনোযোগ সমস্যার দিকে থাকে নাকি সমাধানের দিকে থাকে আর যদি আপনি এমন কোন জীবনের স্বপ্ন দেখেন যেখানে কোন সমস্যা নেই তাহলে এটাই পৃথিবীতে তো সম্ভব নয় হ্যাঁ তবে এই পৃথিবীতে একটি জায়গা আছে যেখানে যাবার পরে সব সমস্যা শেষ হয়ে যায় কিন্তু এখানে যাবার পর আপনি পৃথিবীতে থাক
এটার কোন প্রমাণ নেই সমস্যা থেকে মুক্তির একটি উপায় আছে আর সেটি হল নিজের ইচ্ছা গুলোকে মেরে ফেলুন তানাহলে ইচ্ছা থাকলে সেটা পাবার জন্য আপনাকে চলতেই হবে আর চলতে গেলে রাস্তায় বাধা সমস্যা আসবেই একটি সমস্যা সমাধান করলে আরেকটি চলে আসবে সেটা সমাধান করার পর আবারো একটা চলে আসবে কারন এই পৃথিবীতে স্বপ্ন যারা দেখে তাদের সাথে এমন টাই হয় কেউ সমস্যা দেখে তার সাথে মোকাবেলা করে আর কেউ সমস্যা দেখে কেবল কান্না করে কিন্তু একটি কথা সত্য যে লড়াই করে সে কিছু তো পাবেই আরজে কান্না করবে সে কেবল হারাবে তার সময় ও তার সাহস আর পরে নিজেকে দোষ দেবে আর আফসোস করবে যদি আমি একবার চেষ্টা করতাম আর বিশ্বাস করুন এই আফসোসের কষ্ট জীবনের অন্য যেকোনো কষ্টের থেকে অনেক বেশি কষ্টদায়ক তাই আপনাকে যাতে পরে আফসোস করতে না হয়
তাই জীবনের সময় থাকতে নিজেকে সামলে নিন আর সমস্যা দেখে পালিয়ে না গিয়ে সেটাকে সমাধানের চেষ্টা করুন সমাধান হয়ে গেলে সফলতা পাবেন আর সমাধান না পেলেও সফলতার দিকে এগিয়ে যাবেন আর যদি আপনার প্ল্যান এ কাজ না করে তাহলে চিন্তা করবেন না কারণ বি থেকে এক্স ওয়াই জেড পর্যন্ত আপনার কাছে এখনো 25 টি লেটার বাকি আছে তাই চেষ্টা করতে থাকুন কারণ গুচ্ছের শেষ চাবিটা দিয়ে তালা খুলতে পারে আর যদি তারা নাও খুলে তাহলে আপনার মধ্যে আফসোস তো থাকবে না যে যদি আমি চেষ্টা করতাম আর সবশেষে এটাই বলব জাহাজ সবথেকে বেশি সুরক্ষিত তখন থাকে যখন সে কিনারায় দাঁড়িয়ে থাকে কিন্তু জাহাজকে কিনারায় দাঁড়িয়ে থাকার জন্য তৈরি করা হয়নি একইভাবে আপনি কেবল কিনারাতে দাঁড়িয়ে জল দেখলে কখনোই নদী পার করতে পারবেন না তাই জলএ নামুল আর সেটাকে পারকরুন
0 মন্তব্যসমূহ