জীবনে রিক্স নেওয়া শিখুন যদি আপনি জিতে যান তাহলে আপনি সেই সবকিছু পাবেন যা আপনি চান আর যদি আপনি হেরেও যান তাহলে অনেক কিছু শিখতে পারবেন তাদের সামনে সব সময় খুশিতে থাকো যারা আপনাকে পছন্দ করে না কারণ আপনার খুশি তাদেরকে মেরে ফেলবে চিন্তা করবেন না অন্যের কথায় কারণ কিছু লোকের জন্ম হয়েছে অন্যের সমালোচনা করার জন্য মনে রাখবেন স্বপ্ন যদি আপনার হয় তাহলে সেটাকে পূর্ণ আপনাকেই করতে হবে না পরিস্থিতি আপনার ইচ্ছে মত হবে না চারপাশের লোকজন আপনার কথায় ততক্ষণ বিশ্বাস করবে না যতক্ষন না আপনার কাজের রেজাল্ট তাদেরকে অবাক করে দেয় কখনো কখনো নিজের জন্য খারাপ শোনাও দরকার আছে কারণ রোদ যদি কেবল প্রশংসা শোনেন তাহলে জীবনে আগাবেন কি করে আপনি সবসময় নিজের উপরে
ভরসা রাখুন আর এগিয়ে চলুন কারণ সমালোচনা তো ভগবানের হয় আপনি তো সামান্য মানুষ কঠিন পরিস্থিতিকে পরিশ্রমই লোকের জীবনে আসে কারণ যারা অলস তারা তো কোন কিছু করার চেষ্টাই করেনা মনে রাখবেন আপনার এই খারাপ সময়ে আপনার সফলতার একটি সিঁড়ি প্রতিটি দিনের ছোট ছোট সফলতা একদিন আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে যা হয়ে গেছে সেটি বেশি ভাববেন না যা পেয়েছেন সেটাকে হারাবেন না সফল তো সেই হবে যে সময়ও পরিস্থিতি দেখে কান্না করবেনা হাসুন একটি বাচ্চার মত করে আর বাঁচুন একটি রাজার মতো করে মনে রাখবেন যায় কিছু আপনাকে চ্যালেঞ্জ করে সেটাই আপনাকে চেঞ্জ করবে প্রতিটি মানুষ তার কথার পিছনে লুকিয়ে থাকে তাই কাউকে যদি বুঝতে চান তাহলে তাকে কথা বলতে দিন জীবনটা সহজ নয় নিজেকে মজবুত করতে হয় আর সঠিক সময় কখনো আসে না
সময়কে সঠিক তৈরি করতে হয় জীবন হলো আয়নার মতো আপনি হাসুন তাহলে জীবনে আসবে পরিস্থিতিকে কখনো এমন হতে দেবেন না যে বিশ্বাস নষ্ট হয়ে যায় বরং বিশ্বাস এমন রাখুন যেন পরিস্থিতি বদলে যায় এই সময়টা আপনার আপনি চাইলে একে সোনা তৈরি করতে পারেন অথবা শুয়ে কাটাতে পারেন যদি ভাগ্য আপনার সাধ দিচ্ছে না তাহলে বুঝে নেবেন আপনার পরিশ্রমের অভাব আছে ভালো বই ও ভাল মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না এদেরকে পড়তে হয় যত বেশি আপনি আপনার কাজ করার জন্য কঠোর হবেন জীবন তত সহজ হবে আর যত আপনি আপনার কাজকে অবহেলা করবেন জীবন ততো কঠোর হয়ে যাবে সারা পৃথিবী আপনাকে বলবে যে হার মেনে নিন সারা পৃথিবী আপনাকে বলবে যে এটা আপনার দ্বারা সম্ভব নয় সারা পৃথিবী আপনাকে বলবে যে অবস্থায় আপনি আছেন সেটাই আপনার যোগ্যতা
তাহলে এই সমস্ত মানুষগুলোকে বলুন আপনার ছোট চিন্তা আপনার কাছেই রাখুন আমার সফলতা ও আমার চেষ্টা দেখে আপনি কান্না করুন কিন্তু আমাকে ঘাম ঝরাতে দিন আমার রাস্তায় আপনি আসবেন না আমি অন্যদের দেখে আপনার মত কান্না করি না আমার স্বপ্ন এত বড় যে আমি রাতে ঘুমাতে পারি না যদি লোক আপনার বিরুদ্ধে থাকে তাহলে আপনার খুশি হওয়া দরকার কারণ যারা ছোট চিন্তা করে তারা কাউকে সফল হতে দেখতে চাই না আপনি দুর্বল নয় যে অজুহাত দেবেন আপনি তো হলেন সেই যে কিছু করে দেখাবেন কিছু লোক জীবনে এমন পাবেন যারা নিজে ভয় পায় আর আপনাকেও ভয় দেখাবে কিছু লোক এমন পাবেন যারা নিজে হারবে আর আপনাকেও হারিয়ে দেবে কিন্তু এমন কাউকেই পাবেন না যে নিজের সফল হবে ও আপনাকে সফল হতে সাহায্য করবে কারণ এই লোকগুলোর কাছে এতটা সময় নেই যে অন্য কাউকে সময় দেবে
ভাই আপনি যদি কাউকে প্রয়োজনের থেকে বেশি সময় দিচ্ছেন তাহলে বুঝে নেবেন আপনি আপনার সফলতা থেকে দূরে যাচ্ছেন তাই কেউ খারাপ ভাবলে ভাবতে দিন কেউ ছেড়ে যেতে চাইলে যেতে দেন আপনার সময় আপনার ক্যারিয়ারে দেন আমি এটা বলছি না যে পৃথিবীর সব মানুষ খারাপ কিন্তু ভালো মানুষ খুঁজতে অনেক সময় লাগে আর এই সময় অনেক মূল্যবান তাই এটা কোন মানুষকে খুঁজতে নয় বরং নিজের লক্ষ্য পূর্ণ করার জন্য লাগান সবশেষে আমার পক্ষ থেকে জীবনে যখনই একা হয়ে যাবেন নিজেকে এটা বলুন যে বেঁচে থাকার জন্য আমি একাই যথেষ্ট আমার স্বপ্ন নিয়ে যারা মজা করে তাদের রাতের ঘুম কেড়ে নেবার জন্য আমি একাই যথেষ্ট
0 মন্তব্যসমূহ