ডক্টর কালাম স্যার একবার বলেছিলেন যে "আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি আপনার অভ্যাস পরিবর্তন করতে পারবেন" আর নিশ্চিত আপনার অভ্যেস একদিন আপনার ভবিষ্যত পরিবর্তন করে দেবে আর এটা 100% সত্যিকথা । আমাদের সাথে যায় কিছু হচ্ছে এটা আমাদের কাজের ফল আর আমরা সেই কাজই করি যা আমাদের অভ্যেস হয়ে গেছে ; আজ আমি কথা বলব এমন চারটি হ্যাবিট নিয়ে যা প্রতিটি মানুষের জীবনে সফলতার জন্য অনেক দরকার আর আপনি যদি এই চারটি অভ্যেস কে নিজের প্রতিদিনের জীবনে নিয়ে আসেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে 



DO MORE TAKE LESS


কম কথা বলুন কাজ বেশি করুন ইংলিশে একটা কথা আছে "Work hard in silence lat your success make noise"


পরিশ্রম এতটা নীরবতা সাথে করুন যেন আপনার সফলতা চিৎকার করে, আপনাকে কাউকে কোন কিছু বলার দরকার নেই কারণ আপনার রেজাল্ট এক দিন সারা পৃথিবী কে বলে দেবে যে আপনি একা একা কি করেছেন; আপনি যেকোন সফল লোককে দেখুন এরা কাউকে বলে না যে আমি এটা করেছি আমি ওটা করেছি আমি এটা করব আমি ওটা করবো কারন এদের বলার দরকার নেই এদের রেজাল্ট সারা পৃথিবীকে বলে দেয় যে তিনি কি কি করেছেন তাই আপনি কোন কিছুই না বলে নিজের ফোকাস কেবল কাজের দিকে রাখুন ।



USE TIME PROPERLY


Mark zuckerberg সম্পর্কে এটা শুনেছেন যে তিনি রোজ একই রকমের পোশাক পরেন যদি ওনার কাছে এত টাকা আছে উনি চাইলে রোজ 10 রকমের আলাদা আলাদা পোশাক পরতে পারেন এমনটা তিনি কেন করেন যখন জিজ্ঞেস করা হয় তখন মার্ক বলে আমার কাছে হাজারো কাজ আছে তাই আমি আমার মূল্যবান সময় এইসব ফালতু কাজে কেন নষ্ট করব আজ কোন পোশাক পড়বো কালকে কোন পোশাক পড়বো এইসব ভাবতে গিয়ে অনেক সময় নষ্ট হয়ে যায় আর এই সময়কে বাঁচানোর জন্য উনি সব সময় সময় একই রকমের পোশাক পরেন তাহলে বুঝতেই পারছেন সময় এদের জীবনে কতটা মূল্যবান এরা সব সময় ভাবে How to use one minute properly আর আমরা তো ঘন্টা মাস বছর কে নষ্ট করে দেই আর কিছু লোক তো সারা জীবন কে নষ্ট করে দেয় তাই নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করুন কারণ সময়ের কাছে এতটা সময় নেই যে সে আপনাকে পুনরায় সময় দেবে ।



LIFETIME LEARNER


আপনি যেকোন সফল লোককে দেখুন এরা সব সময় কিছু না কিছু শিখতে থাকে যে মানুষ শেখা ছেড়ে দেবে তার তুলনা একটি জীবন্ত লাশের সাথে করা হয়, Bill Gates প্রতি সাপ্তাহে একটি নতুন বই শেষ করেন Warren Buffett প্রতিদিন 5 ঘন্টা করে বই পড়েন যদিও এদের বয়স 64-89 এই বয়সে ও এরা শেখা বন্ধ করেনি আর এরা এটা প্রমাণ করে দিয়েছে যে শেখার কোন বয়স হয় না Dr. Kalam Sir বলেছেন "Learning gives creativity"

 ক্রিয়েটিভিটি আসে লার্নিং থেকে যতটা আপনি শিখবেন আপনি ততই GROW করবেন, তাই কিছু হয়ে যাক না কেন শেখা বন্ধ করবেন না কারণ যারা শেখে তাদের সামনে কোন ফেরিওয়ালা চলে আসলেও এরা সেখান থেকেও শিখে একদিন সফল হয়ে যায় তাই কখনোই শেখা বন্ধ করবেন না ।



SELF TALK


প্রতিটি দিন নিজের সাথে কথা বলুন পাঁচ মিনিটের জন্য হলেও নিজের সঙ্গে কথা অবশ্যই বলুন যে আপনার জীবনে কি চলছে; আজকাল লোক এটা জানে যে সালমান খানের জীবনে কি চলছে, লোক এটাও জানে যে তার চারপাশের লোকজন এর জীবনে কি চলছে কিন্তু আমরা নিজেকে দেখার চেষ্টা করি না যে আমাদের ভিতরে কি চলছে যে মানুষটা এটা বুঝতে পারবে যে তার জীবনে কি চলছে সেটা বুঝতে পারবে যে তাকে কি করতে হবে তাই প্রতিটি দিন নিজের সঙ্গে কথা বলুন যত সফল লোক আছে এরা রোজ নিজের সাথে কথা বলে নিজেকে প্রশ্ন করে আর যে ব্যক্তি যত বেশি নিজেকে প্রশ্ন করবে সে তত বেশি ইন্টেলিজেন্ট হবে তাই নিজেকে সব সময় প্রশ্ন করুন ।