পিটার প্যান আর ক্যাপ্টেন হোক একদা এক সময়ে তিনজন ভাইবোন ছিল তাদের নাম এমডি মাইকেল আর্জন ছিল তারা লন্ডনের একটা বড় বাড়িতে থাকতো রোজ রাতে শোবার আগে ছোট ভাইদের সুরবির পিটার প্যানের গল্প শোনাতো আর কাল আমাদের সকলকে স্কুলে যেতে হবে এবার শুয়ে পরো গুড নাইট সুইট ড্রিম পার্কে যায় কারণ ওর ঘরের ভেতরে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়
কোথায় আড্ডা কি করবে তারপর কিছু অদ্ভুত হতে থাকলো ঘরের মধ্যে পিটার প্যান দেখা গেল তোমরা সবাই কি আমার সাথে আসতে চাও আমি তোমাদের সবাইকে নিয়ে যেতে পারি যেখানে হারিয়ে যাওয়া বাচ্চা বাচ্চারা থাকে কিন্তু পড়তে পারিনা টিংকার বেল তোমাদের সাহায্য করবে ও তোমাদের গায়ে প্রচন্ড ছিটিয়ে দেবে যাতে তোমরা উড়তে পারে সবার উপরে পরিপূর্ণ ছিল আর তার ব্যাপার ঘটল ওরা সকলে উড়তে শুরু করল আমাকে দেখাও আমি উড়তে শুরু করেছি ওপরে নিচে এদিক-ওদিক করছিল করছিল শেষ পর্যন্ত তারা ঘর থেকে বেরিয়ে আকাশে উড়তে লাগল কিছুক্ষণ পরে যখন তারা ভেবেছিল একটা জাহাজ কে ইশারা করে বললো
হুগে জাহাজ আমাদের ওর কাছ থেকে খুব সাবধানে থাকতে হবে আমি ওকে বন্দী করতে চাই আমি হারিয়ে যাওয়া বাচ্চাদের সকলেরই আর ওর একটা কুমড়ো অনেকদিন আগেই আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল আর ভুলবশত আমি ওকে জলি রতন নামের একজনকে ধাক্কা দিয়ে দিয়েছিলাম তারপর একটা কুমির ওর একটা হাত ওর ঘড়ি সমেত খেয়ে ফেলল আর এখন খুব যখনই ঘড়ির টিকটিক আওয়াজ শুনে ও তখনই বিমর্ষ হয়ে যায় ও আমায় ধরতে পারে না তাই এখন ছোট বাচ্চাদের পেছনে পড়ে গেছে আর বাচ্চাদের ধরতে পারে না কারণ কুমির আমাদের জানিয়ে দেয় কেউ নেই আমি কি ওদের সাথে দেখা করতে পারি হ্যাঁ নিশ্চয়ই ভেন্ডি ধীরে ধীরে নিচে নামলো যখন হারিয়ে যাওয়া বাচ্চারাও কে দেখল তখন ওরা খুব আশ্চর্য হল তারা মায়ের ভালোবাসা
কাঙ্গাল ছিল তারা জিজ্ঞাসা করলো তুমি কি আমাদের মা আমাদের এমন কোনো অভিজ্ঞতা নেই কিন্তু আমিতো চেষ্টা করব এমন ভাবে কিছুদিন কেটে গেল আরো ছোট বাচ্চাদের দেখাশোনা করতে থাকলো ও তাদের পিটার প্যানের মহান কাহিনী শোনাতো একদিন তারা যখন সকলে বসে কাহিনী শুনছিল ঠিক তখনই একটা ভয়ানক আওয়াজ শোনা গেল আমার বন্ধু ভেন্ডি কে ধরে বলল আবার যেতে চাও তাহলে প্যান্টে গিয়ে বলো যেন আমার সাথে দেখা করে সেটার দিকে রওনা দিলো পড়ে হারিয়ে যাওয়া বাচ্চারা পিঠের সমস্ত কথা বলল পিকচার জন্বর বন্ধুদের কাছে রেখে ওই লুটেরাদের জাহাজে দিকে রওনা দিল
আমি এসে গেছি কচি দামে পৌছানোর সিতা হারান বাচ্চাদের কাছে গেল আর বলল কিছু করিনি করবো আর ঠিক সেই সময় থেকে রশি আস্তে দেখতে পেল সে টিংকার বেল ছিল আমাদের পিঠ বাঁচাতে হবে আমার কাছে একটা উপায় আছে আমার সাথে ঠিকভাবে মাইকেল আর হারানো বাচ্চারা সমুদ্রে জাহাজে যাবার জন্য বেরিয়ে পড়ল তখন ওরা জাহাজের কাছে পৌঁছল তখন ট্রাউজারের নাচতে শুরু করল তখনই সমুদ্রের ঢেউ এর মধ্যে আওয়াজ আসতে থাকলো
খুব রেগে গেল আর তরল বের করে পিটার প্যানের দিকে তুলে ধরল পেটে ছেড়ে দাও আর না হলে তুই কি করতে পারিস ফাটাফাটি কোথাকার পিন করবে তখন সে খু্বই থেকে জাহাজে নিয়ে চলে এলো সেটা ক্যাপ্টেন্সি কেড়ে নিয়েছিলো ডেকে দেখে ক্যাপ্টেন কাঁপতে লাগল ওর হাতে তরোয়াল পড়ে গেল কমিটি লাগলো ওর সাঙ্গোপাঙ্গ পালিয়ে গেল হঠাত খেয়াল করলো যে সামনে দাড়িয়ে আছে তখনও পিঠের প্যান্ট কে ছেড়ে দিল আর সেখান থেকে পালিয়ে গেল উড়ে গিয়ে নিজেদের বন্ধুদের কাছে চলে গেল এই ভাবে বেঁচে গেল তোমাদের অনেক ধন্যবাদ বন্ধুরা আজ তোমরা আমার প্রাণ বাঁচিয়েছে আজ আমরা একটা রোমান্স ঘটনার সাক্ষী রইলাম জেগে গেলো সে দেখল যে সে নিজের বেডরুমে আছে
এগুলো সব স্বপ্নেই মনে হচ্ছে কিন্তু মেয়েটি আকাশের দিকে তাকিয়ে টিংকার বেল আর পিঠের কাছে বিদায় জানাচ্ছিল
0 মন্তব্যসমূহ