আজকের post টি আপনাকে অবশ্যই পড়া উচিত, যদি আপনি কাউকে অনেক বেশি ভালোবাসেন আর তার পরিবর্তে সে আপনাকে আপনার SMS এর ঠিক পর্যন্ত রিপ্লে করেনা বা আপনার পার্টনার যার জন্য আপনি পাগল কিন্তু সে আপনাকে পরোয়াই করে না ; আপনি সবসময় তাকে মনে করেন এবং তার সঙ্গে কথা বলতে চান কিন্তু সে আপনাকে সময় দেয় না আর যদি আপনি চান সেও আপনার মতই আপনাকে ভালোবাসুক, আপনার কেয়ার করুক তাহলে আজকের এই post টি আপনাকে অনেক বেশি হেল্প করবে এবং আপনি যদি একটু বুদ্ধিমান হোন তাহলে আপনার সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে এটি আমি আপনাকে কথা দিচ্ছি 

সবার প্রথমে আপনাকে যা করতে হবে I love you & I miss you এই কথা বলাটা বন্ধ করতে হবে ; আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না এই ধরনের কথাগুলো বলা বন্ধ করুন আপনার পার্টনারকে এত বেশি inprodent দেওয়া বন্ধ করুন কারণ প্রতিটি মানুষই I love you & I miss you এই কথাগুলো শোনা পছন্দ করে, আপনি তাকে বলে দিচ্ছেন যে আপনি তাকে অনেক miss করেন আপনি তাকে অনেক ভালবাসেন আপনি তার জন্য পাগল হয়ে আছেন, তাহলে সে পরিশ্রম কেন করবে আপনার পার্টনার চাই যে আপনি তাকে ভালোবাসুন আপনি তাকে মিস করুন কিন্তু আপনি তাকে অলরেডি সবকিছু বলে দিচ্ছেন তাহলে সে কোন কিছু কেন করবে কারণ সে তো কোন কিছু না করে আপনার ভালোবাসা পেয়ে যাচ্ছে তাই সবার প্রথমে I love you & I miss you কথাগুলো বলা বন্ধ করুন এবং আপনার পার্টনারকে দিয়ে বলানোর চেষ্টা করুন |


এরপর যে ভুলটি সবাই করে থাকে সেটি হল সবাই তার পার্টনার কে first-party দিয়ে থাকে এবং নিজেকে 2nd-party দেয় কিন্তু আপনাকে যা করতে হবে নিজেকে সবসময় first-party দিন কারণ আপনার পার্টনারকে আপনি যেহেতু তাকে বলেই দিচ্ছেন যে সবকিছুই শুধু তুমি, তুমি আমার কাছে সবার আগে, আমি সব সময় তোমার কথাই ভাবি, নিজের থেকেও বেশি তোমার কথা চিন্তা করি, তোমার কেয়ার করি, তাহলে আপনাকে এই কথাগুলো বলা বন্ধ করতে হবে | এখানে আপনাকে যা করতে হবে নিজেকে সবসময় first-party দিন এবং আপনার পার্টনারকে 2nd-party দেন, এটি না করলে আপনি রিলেশনে হ্যাপি থাকতে পারবেন না | অনেক সময় দেখা যায় আপনি নিজের ক্ষতি করে তার ভাল করছেন; তাহলে সবার প্রথমে নিজের ভালো করুন, নিজের কথা ভাবুন তারপর আপনার পার্টনারের কথা ভাবুন | আমি এমন অনেককে দেখেছি যারা নিজের জন্য নতুন মোবাইল কিনে নিজের পার্টনারকে দিয়ে দেয় আর তার পুরনো ফোনটি নিজের রাখে ; এতে হয়তো আপনি ভাবছেন সে খুশি হবে সে আপনাকে অনেক ভালবাসবে কিন্তু না সে আপনাকে বোকা ভাববে, এতে আপনাns পারবে না বরং আপনার মূল্য কমে যাবে আপনি তার কাছে একটি ইউজ করা মেশিন হয়ে যাবেন ; তাই সব সময় নিজেকে first-party দিন |


 এরপর যে বিষয়টি সেটি হলো আপনি সবসময় তার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করেন কারণ আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি মিস করেন তাই তাকে বারবার call করেন বারবার sms করেন তাহলে বলব আপনি তার কাছে একটা সমস্যা হয়ে দাঁড়াবেন ; তাই চেষ্টা করুন বেশি নিজে call না করা তার মনেও আপনার কথাকে আসতে দিন, তাকেও আপনাকে মিস করতে দিন যাতে সেও আপনাকে call করে |


এরপর আপনাকে যা করতে হবে আপনি social media ব্যবহার করুন আপনার Happyness দেখানোর জন্য ; কারণ বেশিরভাগ ক্ষেত্রে আপনার পার্টনার ভাবে আপনি তার জন্য পাগল সবসময় তার কথাই ভাবেন, তাই যতক্ষণ সে আপনার সঙ্গে কথা না বললে আপনি খুশি হতে পারবেন না এটাই আপনার পার্টনার মনে করে তাই আপনার social media  ব্যবহার করুন এবং সেখানে আপনার Happyness এর ফটো status আপলোড করুন বন্ধুদের সঙ্গে ইনজয় করুন আর সেটিকে নিয়ে share করুন social media এতে আপনার পার্টনার বুঝতে পারবে যে আপনি তার কাছে কোন পুতুল নন আপনি তার গোলাম নন |


 এরপর যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে সেটি হলো নিজের কিছু কথা Secret রাখুন কারন যদি আপনি আপনার সব কথা তাকে বলে দেন তাহলে আপনার মধ্যে জানার মত আর কিছুই থাকবে না তাই চেষ্টা করুন যতক্ষণ না সে আপনাকে কোন কিছু জিজ্ঞেস করবে ততক্ষণ কোনো কিছুই বলবেন না কিন্তু আপনি কি করেন ? আপনি তো সারাদিনে যা কিছু হয় সে না জিজ্ঞেস করতেই তাকে বলে দেন তাই নিজেকে একটু রহস্যময় তৈরি করুন সে যেন কখনোই বুঝতে না পারে আপনি কি রকম, নিজেকে রহস্যের মধ্যে রাখুন ; তাহলে দেখবেন সে সবসময় আপনার প্রতি Interest থাকবে |


 এরপর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি হল না বলা শিখুন, সবসময় আপনার পার্টনারের সব কথা মেনে নেবেন না যদি মানেন তাহলে সে আপনাকে চাকর মনে করবে আপনাকে গোলাম মনে করবে তাই আপনাকে না বলা শিখতে হবে ; সেইসব মুহূর্তে যেখানে আপনার মনে হচ্ছে যে এখানে আপনার নিজেকে প্রায়োরিটি দেওয়া দরকার কিন্তু আপনি দিচ্ছেন না আপনার মনে হচ্ছে সে হয়তো কষ্ট পাবে কিন্তু সত্যিটা হলো মাঝে মাঝে আপনার পার্টনারের একটু আঘাত পাওয়া দরকার আছে যাতে এটি সে বুঝতে পারে যে রিলেশনে আপনিও আছেন সেখানে সব সময় একে অপরের সমতুল্য থাকা উচিত তাই যখনই মনে হবে কোন কিছু বাড়াবাড়ি হচ্ছে সেখানে না বলা শিখুন |



সবশেষে আপনি যদি অলরেডি এই ভুলগুলো করেন তাহলে নিজেকে ধীরে ধীরে পরিবর্তন করুন তাহলেই আপনি আপনার রিলেশনে আনন্দ খুঁজে পাবেন তখন শুধু আপনি নয় আপনার পার্টনার আপনাকে অনেক বেশি মিস করবে এবং অনেক বেশি আপনাকে ভালবাসবে