অতীতে আমাদের সাথে এমন অনেক কিছু হয় যার কারণে আমরা রাস্তা হারিয়ে ফেলি আর যার কারণে না আমরা বর্তমানে থাকতে পারি না আগামীকালকে ; আমরা যদিও বারবার আমাদের অতীত থেকে দূরে যাবার চেষ্টা করি তার পরেও আবার এটা আমাদের সামনে এমন ভাবে চলে আসে যেন এটা আমাদের পিছনেই ছিল | আমি সবার আগে একটি জিনিস বলে রাখি অতীত থেকে পালিয়ে বেড়ানো কোনো সমাধান নয় বরং এর সাথে মোকাবেলা করা এবং বিজয়ী হওয়া, যদি আপনি অতীত থেকে পালিয়ে যেতে চান এটা আপনার পিছনে আবার আসবে কিন্তু যখন আপনি এর মোকাবেলা করবেন তখনই অতিথি আপনার ভবিষ্যৎ তৈরি করতে সাহায্য করবে| অতীত হলো কাদার মত যেমন আপনি কাদায় পড়ে গেলে পুনরায় উঠে নিজেকে পরিষ্কার করে সামনের দিকে এগিয়ে যান একইভাবে অতিথি কাদার মত যেখানে আপনি পড়ে গেছেন ; এখন আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন নাকি ওখানেই পড়ে থাকবেন এটা আপনার চয়েস| আপনার অতীত যত খারাপই হোক না কেন আজকের এই post আপনাকে আপনার অতীত থেকে বার করে এনে একটি নতুন জীবন দেবে তাই post লাস্ট পর্যন্ত অবশ্যই পড়ুন|


• Focus on your future

 সবার প্রথমে হোলো এখন নিজের ফিউচার এর দিকে নজর দেওয়া শুরু করুন বেশিরভাগ মানুষ অতীত নিয়ে এতটাই ভাবে যে আমার সঙ্গে কেন হল এটা, কি দোষ ছিলো আমার| আপনাকে একটা জিনিস বুঝতে হবে যা হবার সেটা হয়ে গেছে এখন সেটা ভেবে কোন লাভ হবে না ; তাই এখন এটা ভাবুন যে এইসব কষ্ট থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে আর যখন আপনার মন এটা ভাববে যে এই সবকিছু থেকে আমি বেরিয়ে আসতে চাই সেদিন থেকে নিজের future দেখা শুরু করুন যে এর পরের জীবনে আপনি কি করবেন এর পরের জীবনে আপনি নিজেকে কোথায় দেখতে চান যা হয়ে গেছে সেটা তো বদলাতে পারবেন না কিন্তু ভবিষ্যতে যা হবে সেটাকে আপনি অবশ্যই পরিবর্তন করতে পারবেন |


• Need support


 আপনার একটা সাপোর্ট দরকার যেমন একটা ছোট্ট মেয়ে ছিল যার বয়স 10-12 বছর হবে তার একটি আঙ্কেল ও তার ছেলে মিলে তাদের ঘরের একটি নকল কাগজ তৈরি করে আর এটা বলে যে এই বাড়ি আমাদের আর অনেক লড়াই করার পর ওই মেয়েটিকে ও তার বাবা মাকে বাড়ি থেকে বার করে দেয় |এরপর যখন মেয়েটির বাবা এটা দেখে যে তার কাছে আর কিছুই নেই সে কিভাবে বাঁচবে আর এটা ভেবে সে ডিপ্রেশনে চলে যায় আর হার্ডএটাক আসে আর তিনি মারা যায় ; এখন বাচ্চা মেয়েটি ও তার মা বেঁচে ছিল কিছুদিন পর মেয়েটির মায়ের অবস্থা খারাপ হয়ে যায় আর বাবা মারা যাবার একমাস পরেই মেয়েটির মা ও মারা যায়| এখন ঐ মেয়েটির কাছে আর কেউ ছিল না আর মেয়েটা যদি সেখানে দাঁড়িয়ে পড়তো হার মেনে নিতো তাহলে হয়তো সবকিছু শেষ হয়ে যেত কিন্তু মেয়েটি হার না মেনে একটি অনাথ আশ্রম এ থাকা শুরু করে আর সেখানে পড়াশোনা করে আর সবশেষে Law নিয়ে পড়াশোনা করে উকিল হয় আর এখানে সে অনেক সাপোর্ট পায় যে রিয়েল ধোঁকা থেকে কিভাবে বাঁচতে হয় false কাগজকে কিভাবে চিনতে হয় আর এই সবকিছু সে শেখে আর একদিন সে তাদের পুরনো বাড়ির কোটের অর্ডার সহ তার আঙ্কেলের সামনে যায় আর যেহেতু তারা আঙ্কেলের কাছে নকল কাগজ ছিল তাই তার চাকরি চলে যায় আর বাড়িটাও ছেড়ে দিতে হয় আর এই ভাবেই ওই বাচ্চা মেয়েটি তার বাড়িটা ফিরে পাই | যদি আপনি অতীতের কোন ভুলের কারণে, কোন কষ্টের কারণে, খারাপ কোন লোকের কারণে দাঁড়িয়ে পড়েন তাহলে আপনি শেষ হয়ে যাবেন তাই নিজেকে মজবুত করা শিখুন এবং এগিয়ে চলুন |


• Stay away from people who remind you of the old days

 

সেই সমস্ত লোক যারা এখনো আপনাকে পুরনো কথাগুলো কে মনে করায় তাহলে সবার আগে এদেরকে জীবন থেকে দূর করুন কারণ এরা আপনাকে খুশিতে দেখতে চায়না এরা এটাই চাই যে আপনি ডিপ্রেশনে থাকুন আর আপনি যেন জীবনে কখনোই সফল না হতে পারেন কিন্তু আমি আপনাকে বলব আপনি সফল তাদেরকে হয়ে দেখান যারা আপনার অসফলতার অপেক্ষা করছে |



 সবশেষে বলব রাতারাতি কোন কিছুই পরিবর্তন হয় না তাই ধৈর্য রাখা শিখতে হবে, রাতের পর সকাল হঠাৎ করে আসে না কিন্তু আসে অবশ্যই ; তাই একটু ধৈর্য্য রাখুন নিজেকে Busy করুন, বাইরে ঘুরতে যান, ভালো খাবার খান, ভালো পোশাক পরা শুরু করুন তাহলেই ধীরে ধীরে সবকিছু আবার আপনার মনের মত হওয়ার শুরু হবে|